শরৎ আসার আগেই আমি চলে আসি, সবার ঘর রাঙিয়ে দিতে পূজো উপচারে।
শিউলী দেখে যে বেরসিক মুখ ঘুরিয়ে তাকে পা দিয়ে মাড়িয়ে চলে যেতে পারে...সে তো আমার বন্ধুই হতে পারে না।
শিউলি ফুল (বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis) হচ্ছে (Nyctanthes) প্রজাতিরএকটি ফুল। এটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। তবে অন্যান্য ফুলের সাথে এই ফুলের পার্থক্য এইযে সূর্যের মুখ না দেখতেই শিউলি ফুল ঝরে যায়। নিছক মালা গাথা ছাড়াও এ ফুলের বোটা দিয়ে রঙ করা যায়।
একে অনেক জায়গায় শেফালি ফুলও বলা হয়।
বৃক্ষকথার সকল বন্ধুদের তাই শরতে শিউলী ফুলের শুভেচ্ছা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন