সৌদি প্রবাসী Sadrul Anam
বাহার ভাই তার মা-বাবার নামে একটা স্কুল বানিয়ে সেই স্কুলে প্রাতিষ্ঠানিক
শিক্ষার পাশাপাশি শিশুমনে বৃক্ষপ্রেম জাগানোর জন্য এ পর্যন্ত ৩ কিস্তিতে
অনেক গাছ লাগিয়েছেন, যার সাথে বৃক্ষকথার অনেকেই জড়িত। তবে যার অনুপ্রেরণায়
উনি তার স্কুলে গাছ লাগানোর জন্য অনুপ্রানীত হয় তার কথা না বললেই নয়। তিনি
হলেন বৃক্ষকথার একজন জনক Zayed Farid ভাই। এই বাগানের সব গাছই তার নির্বাচিত।
গাছগুলো ২ বছরেই অনেক বড় হয়েছে সবার ভালবাসা ও আন্তরিকতায়। ৩ কিস্তিতে মোট ৩৬ রকমের গাছ লাগানো হয়েছে।
গাছ ভালোবাসুন গাছ লাগান, পরিবেশ ধ্বংস করে রাস্তাঘাট, বাড়িঘর, কলকারখানা প্রতিস্থাপন করে নিজেদের ও পরিবেশের যে ক্ষতি আমরা করছি কোন একসময় নিজেই এই ক্ষতির জন্য আফসোস করতে হবে। প্রাকৃতিক এই দূর্যোগ আমাদের কারণেই এতো ভয়াবহ রূপ ধারণ করছে।
গাছগুলো ২ বছরেই অনেক বড় হয়েছে সবার ভালবাসা ও আন্তরিকতায়। ৩ কিস্তিতে মোট ৩৬ রকমের গাছ লাগানো হয়েছে।
গাছ ভালোবাসুন গাছ লাগান, পরিবেশ ধ্বংস করে রাস্তাঘাট, বাড়িঘর, কলকারখানা প্রতিস্থাপন করে নিজেদের ও পরিবেশের যে ক্ষতি আমরা করছি কোন একসময় নিজেই এই ক্ষতির জন্য আফসোস করতে হবে। প্রাকৃতিক এই দূর্যোগ আমাদের কারণেই এতো ভয়াবহ রূপ ধারণ করছে।




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন