বেণুবর্ণা অধিকারী
আমাদের চারদিকে আছে অফুরন্ত ঔষধি ভাণ্ডার, আমরা অজ্ঞতা আর প্রযুক্তিগত স্বল্পতার কারণে এই গুল্মলতা বা বৃক্ষগুলোকে ধ্বংস করে ফেলি অনায়াসেই।
আসাম লতা, জার্মান লতা, জাপানি লতা, পাকিস্তানি লতা, রিফিউজি লতা বা বিকাশলতা।
আদিনিবাস আমেরিকা, কালক্রমে সারা পৃথিবীতে আধিপত্য গড়েছে।
এটাকে সাধারণত বলা হয় "Mile -a-minute" লতা। তার মানে এই লতা খুবই দ্রুত বাড়ে। বৈজ্ঞানিক নাম Mikania scandens. কমন নাম climbing hempvine, পরিবার হলো : Asteraceae কোন কোন অঞ্চলে এর পাতা দিয়ে স্যূপ খাওয়া হয়।
জার্মানি লতা মিকানিয়া গণভুক্ত উদ্ভিদ, যারা কয়েক’শ প্রকার সপুষ্পক লতাজাতীয় উদ্ভিদ। মিকানিয়া গণভুক্ত প্রায় ৪৫০ ধরণের প্রজাতি রয়েছে।
শরীরের যে কোন জায়গা কেটে গেলে জার্মানি লতার পাতা রস করে লাগিয়ে দিলে কাঁটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় ও দ্রুত কাটা জায়গা জোড়া লেগে যায়। এমনই মহৌষধি গুণ সম্পন্ন এই লতা, তাই বিপদে আপনার বন্ধু হতে পারে ।
কেমন করে ব্যবহার করতে হয় ?
কতকগুলি পাতা ছিড়ে পাটা বা হামানদিস্তায় থেতলে নিয়ে শরীরের কাটা অংশে ঐ
থেতলানো পাতা লাগিয়ে ব্যান্ডেজ করে রাখুন, আনুমানিক ৪/৫ ঘণ্টা পর খুলে
দেখবেন কাঁটা অংশ জোড়া লেগে গেছে। আর এই পাতা লাগানোর সাথে সাথে রক্তপাতও
বন্ধ হয়ে যাবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন